মোঃ মোজাম্মেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ড. বিল্লাল হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত. হাজী নছুমদ্দিন ছেলে।
মাওনা হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন জানান, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজারের দক্ষিণ পাশে ইউ টার্নিং পাড়াপাড় হচ্ছিল এক বৃদ্ধ মহিলা, সেই মহিলাকে বাঁচাতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এর এক পর্যায়ে ঘাতক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় মাওনা হাইওয়ে পুলিশ ময়মনসিংহের ভালুকা থেকে ট্রাকটি আটক করে এবং চালক পালিয়ে যায়।
Leave a Reply