মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শাহনাজ বেগম (২৬) নামের দুই সন্তানের জননী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল ঠেঙ্গাপাড়া গ্রামে। আহত শাহনাজ বেগমকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে।
সরেজমিনে গেলে প্রতিবেশিরা জানায়, উপজেলার পাড়ইল ঠেঙ্গাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের পুত্র আতিয়ার রহমান প্রায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী শাহানাজের উপর শারিরিক নির্যাতন করত। ঘটনার দিন রাত ১টার দিকে আবার নেশা পান করে এসে ঘরে ঢুকতে চাইলে তার স্ত্রী বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত আতিয়ার প্যান্টের বেল্ট দিয়ে স্ত্রীকে বেধড়ক পিটাতে থাকে।
আজ সকাল ৯টায় আবারও নেশাগ্রস্ত স্বামী আতিয়ার স্ত্রীর উপর চড়াও হলে দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী ধারালো চাকু দিয়ে স্ত্রী বুকে ঢুকে দেন। এতে বাড়ীর লোকজন চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে আহত অবস্থায় শাহনাজ বেগমকে উদ্ধার করে দ্রæত জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এসময় নেশাগ্রস্ত স্বামী আতিয়ার রহমান পালিয়ে গেছে বলে এলাবাসী জানান।
এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
Leave a Reply