নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে নির্মানাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মতলব সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত ব্যক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান খান। এ সময় উপজেলা আ’লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, ফারুক বিন জামান, হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক আতাউর রহমান ভিপি ।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সৈয়দ মনজুর আহমেদ রিপন,উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্ল্যাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা, মতলব পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, পৌর প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, উপজেলা ছাত্রলীগ নেতা লিখন সরকারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What a material of un-ambiguity and preserveness of precious know-how on the topic of unexpected emotions. Selle Angelo Raven