মোজাম্মেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মুলাইদ এলাকা থেকে ডিবির বিশেষ অভিযানে রনি (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।
আটকৃত রনি (২২) শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মোহাম্মদ আলী ছেলে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুলাইদ গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে ২০ পিস ইয়াবা সহ ওই মাধক ব্যবসায়ী কে আটক করে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরে শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রনির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply