আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা :
সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভা ঘেরাও (বিছানা, বালিসসহ) সফল করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় নাগরিক আন্দোলন ম পৌর ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে বাঁকাল বাজুয়ারডাঙ্গী এলাকায় অনুষ্ঠিত হয়।
আব্দুর রহিমের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, কামরুজ্জামান কামু, জামাল হোসেন, রোকনুজ্জামান, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, ইব্রাহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার বাসিন্দা। অথচ সামান্য বৃষ্টিতে আমরা প্রতিবছর প্রায় ৬ মাস পানিতে ডুবে থাকতে হয়। শহরে পানি নিরসনের দায়িত্ব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের। অথচ এ দূর্ভোগের সময় একটি দিনও খোজ নিতে আসেনি। নিয়মনীতি না মেনে পৌর এলাকায় মৎস্যঘের করেছেন। যার ফলে অত্র এলাকার শত শত মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছে। আমরা তাদের কোন সহযোগিতা চাইনা। আমাদের দাবি একটাই জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই।
সাতক্ষীরায় স্থায়ী জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভা, জেলা প্রশাসন, পাউবো কেউ জলাবদ্ধতার দায় এড়াতে পারে না। এছাড়া পানি নিস্কাশনের দাবিতে বিছানা বালিশ কর্মসূচি বাস্তবায়নের সকলের যথাসময়ে হাজির হওয়ার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply