মোঃ জামান শিপন.চুনারুঘাট-হবিগঞ্জ :
চুনারুঘাট আমু চা বাগানে চোলাই মদ তৈরীর একটি কারখানা আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। এ অপকর্মের সাথে জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজন হলো কারখানার মালিক রাজেশ গড় ও মদ ক্রেতা রনজিৎ দেব।
রবিবার সকালে রণজিৎ দেবকে আমুরোড বাজারে মদের বোতল সহ আটক করে জনতা। পরে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল ও থানার ওসি শেখ নাজমুল হক মদ ক্রেতা রনজিত দেবের স্বীকারোক্তি মতে আমু চা বাগানের পুরান লেনের রাজেশ গড়ের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর কাঁচামাল,সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী ও ইউপি মেম্বার চন্দ্র তাঁতী। সহকারী কমিশনার বলেছেন, ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে এবং তাদের ৬ মাসের জেল হতে পারে।
Leave a Reply