মোঃ লাবীব আহমেদ :
সারা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসের থাবায়, তখন বাংলাদেশ সরকারের নির্দেশনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকার পড়েও সরকারী নির্দেশ অমান্য করে পরিক্ষা নিচ্ছে, এক শিক্ষা প্রতিষ্ঠান।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা নেওয়ার হচ্ছে “কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমি” নামক শিক্ষা প্রতিষ্ঠান। আইন অমান্য করার অপরাধে এই শিক্ষা প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টা সময় অভিযান পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী।
এসময় স্কুলের বাইরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে বাচ্চাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে যেন এ অপরাধ না করেন সে সতর্কীকরণ করা হয়। এই অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও পুলিশ সদস্য সহযোগিতা করেন।
Leave a Reply