মোঃ আব্দুল বাতেন বাচ্চু :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা টু শ্রীপুর সড়কে বাসের চাপায় সাদির মিয়া (৫০) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার ভাংনাহাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত সাদির মিয়া (৫০) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাগুন গ্রামের মৃত নজিমুদ্দিনে ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাংনাহাটি এলাকায় মোঃ আলম মিয়ার ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে মোঃ রুবেল মিয়া জানান, আজ সকালে মাওনা-শ্রীপুর সড়কের কামরুল কমিশনারের বাড়ীর সংলগ্ন স্থানে ব্যাটারিচালিত ওই রিকশাটি নিয়ে মাওনা চৌরাস্তা হতে শ্রীপুরে আসার পথে বেপরোয়া গতিতে একটি বাস (ঢাকা মেট্রো-স ১১-০১৬২) অটো রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক এর মাথায় আঘাত পেলে রাস্তায় লুটে পড়ে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খাঁন জানান, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনার অটো রিকশাটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply