মোঃ নজরুল ইসলাম,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে মিনু বেগম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ৩০ শে জুন রাত সাড়ে আট ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া হাসান লেন এলাকা থেকে দুই বোতল বিদেশী মদ ও ২২ ক্যান বিয়ারসহ মাদক কারবারি মিনু বেগমকে আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরির্দশক (এস,আই) শাহীন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক আটটার দিকে দত্তপাড়া হাসান লেন এলাকায় মাদক কারবারের তথ্য পেয়ে এস আই রাজীব হোসেন ও এস.আই সালমা-সঙ্গীয় সদস্যদের সাথে নিযে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুই বোতল বিদেশী মদ ও ২২ ক্যান বিয়ারসহ মাদক কারবারি মিনু বেগমকে আটক করলে ও মাদক কারবারের মূলহোতা মিলন হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মিলন হোসেনকে গ্রেফতারের জন্য স্ত্রী মিনু বেগমকে জিজ্ঞাসাবাদ করার হচ্ছে। তারা দীর্ঘদিন যাবৎ টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিল।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এ ছাড়া মিলনকে গ্রেফতারের চেষ্টা চলছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply