-
- গ্রাম বাংলা, প্রকৃতি ও জীবন
- গোবিন্দগঞ্জে মহাতীর্থ ধনুট জীবনানন্দ মঠ অনুষ্ঠান
- আপডেট টাইম : জুন, ২৩, ২০২০, ১:৪৩ অপরাহ্ণ
- 172 বার
আল ইমরান হাসিব ,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কর্মকার পাড়ায় মহাতীর্থ ধনুট জীবানন্দ মঠ অনুষ্ঠিত। মানব ধর্ম প্রচার সংঘের প্রতিষ্ঠাতা মহাযোগী শ্রীমৎ ক্ষেপা জীবানন্দ পরমহংস মহারাজ ও ক্ষেপীমাতা নন্দ ঠাকুরানী এর স্মরণে একুশে জুন বিশ্ব যোগ দিবস পালিত হয়।মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা ও যোগ্য অনুষ্ঠিত হয়।
সুভাষ চন্দ্র কর্মকার এর গৃহ আশ্রমে,যোগ্য অনুষ্ঠানে পুরোহিত হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মানব ধর্ম প্রচারক শ্রীমৎ মনোতোষ ব্রহ্মচারী। যোগ্য টি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ করা হয়। পরে একঘন্টার জন্য হোম যোগ্য কার্য সম্পূর্ণ করা হয়।এসময় সহযোগীতায় ছিলেন সুমন কর্মকার, সৌরভ ঘোষ, সনি লাল সরকার, জনি লাল সরকার, ও আরো শিষ্যগণ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply