-
- করোনাভাইরাস আপডেট, প্রাকৃতিক দূর্যোগ, রংপুর, রাজনীতি, লাইফস্টাইল, সারাদেশ, সাস্থ্য
- গাইবান্ধায় মানবিক মেয়র জীবনের ঝুকিনিয়ে করোনা রুগীরদের খোঁজ খবর নিচ্ছেন।
- আপডেট টাইম : জুন, ১৭, ২০২০, ১০:২২ অপরাহ্ণ
- 162 বার
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ।
গাইবান্ধার পৌরসভার যে সকল ওয়াডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন,
সেইসব করোনা রুগীর বাসায় পৌর মেয়র নিজে গিয়ে লক ডাউন পোস্টার লাগিয়ে দিয়েছেন ।
এবং করোনা রুগীদের খোঁজ খবর নিয়ে তিনি বলেন, যারা পৌর এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এছাড়াও আসে পাসে সবাই কে সচেতন থাকতে হবে বলেন মেয়র ।
আজ বুধবার সকালে পৌর ২নং ওয়ার্ডে আহম্মদ উদ্দিন স্কুল সংলগ্ন বাসা (হাবিব স্বরণিকা) করোনা আক্রান্ত পজিটিভ রোগীর বাসায় নিজে গিয়ে লকডাউন করেন ।
শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন,
মেয়র,পৌরসভা গাইবান্ধা।
এসময় উপস্থিত ছিলেন,
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ব্যাস্থ্য বিষয়ক ডাক্তার।
সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার
তানজিমুল ইসলাম ২নং ওয়াড (কাউন্সিলর)
সহ আরো অনেকে।
Like this:
Like Loading...
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply