মোঃ ফজলুল হক ভুঁইয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিবেদক:
ময়মনসিংহে একদিনে পৃথক পৃথক ঘটনায় দুই স্কুল শিক্ষর্থী মৃত্যু ঘটেছে। জেলার নান্দাইল উপজেলায় বুধবার ২৭ মে বিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়,উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামের জনৈক শাহাব উদ্দীনের পুত্র ও মুসুলি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণী ছাত্র উজ্জল খাঁন (১৭) ঘুড়ি উড়াতে গেলে বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছে। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে জেলার হালুয়াঘাট উপজেলায় আরেক শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুহয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইমন হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বীরগুছিনা গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে গরু আনতে গিয়ে নিখোঁজ হয় শিশু ইমন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। পরে আজ বুধবার সকালে ধানক্ষেত থেকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply