গাজীপুর প্রতিনিধি ঃ
গতকাল ১০/০৫/২০২০ ইং অনুমান ০১.৩০ ঘটিকায় গাজীপুর মহানগরের চৌরাস্তা হতে অজ্ঞান পাটির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ১। মোঃ আলি হোসেন (১৯) পিতা আব্দল, সাং- দেবীপুর, থানা – তানোর, জেলা – রাজশাহী, জেলখানা রোড, ( মোতালেব এর বাড়ীর ভারাটিয়া ) ২।মোঃ নাঈম (১৮), পিতা- মৃত কুদ্দুস, সাং- রায়পুরা, থানা – ত্রিশাল, জেলা, ময়মনসিংহ, বর্তমান কাসেমপুর রোড এ্যাঞ্জেল গেইট ( সোলাইমানের বাড়ির ভারাটিয়া। ৩।মোঃ রনি হাসান (১৮) পিতা- মোঃ ফয়জুল হক, সাং- আব্দুল্লাহ কাজীপাড়া, থানা- বোদা, জেলা- পঞ্চগড়, বর্তমান হরিনাচালা সেলিমের বাড়ির ভারাটিয়া। ৪।মোঃ ইসমাইল হোসেন (১৮), পিতা- মোঃ মনিরুল ইসলাম, সাং- তারাটিয়া, থানা- শাহাজাদপুর, জেলা – সিরাজগঞ্জ বর্তমান সাং জেনারেল (মান্নানের বড়ীর ভারটিয়া) থানা, কোনা বাড়ী। ৫। মোসাঃ চাঁদনি আক্তার বৃষ্টি (১৮) পিতা- মোঃ লতিফ, সাং- মোজাফল কান্দি, থানা, কালিহাতি, জেলা – টাঙ্গাইল। সাং- পারিজা (মামুনের বাড়ির ভারাটিয়া) সর্ব সাং- বর্তমান কোনাবড়ী, থানা, কোনা বাড়ী গাজীপুর মহানগর গাজীপুর।
Leave a Reply