মিনহাজুর রহমান,প্রতিবেদক ঃ
গাজীপুর মহানগরে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। গাজীপুরেও করোনা আতঙ্কে ধান কাটা শ্রমিকের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় কৃষকরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ঠিক এই সময়ই গাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডের বিপ্রবর্থা গ্রামের অধিবাসী সাজিদুল হক অনেকগুলো যুবককে সঙ্ঘবদ্ধ করে। সাজিদুল হক এর নেতৃত্বে যুবকদের সাথে নিয়ে সামর্থ্যহীন কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেয়। সাজিদ বলেন, করোনার এই দুর্যোগে যদি উৎপাদিত ধান কৃষকরা ঘরে তুলতে পারেন তাহলে দেশের জন্য হবে এক বিরাট প্রাপ্তি। আমরা চাই সবাই মিলে নিরাপদ দূরত্ব বজায় রেখে কৃষকদের পাশে থাকতে।
এই যুবকরা বুধবার (২২/০৪/২০২০ইং) সারাদিন পরিশ্রম করে কৃষকের ধান কেটে দেয়। এই যুবকরা হলেন সাজিদুল হক, মফিজুল ইসলাম, জাহিদুল হক, ইয়াসিন মন্ডল, রাশিদুল ইসলাম, রায়হান আহম্মেদ, আসিফ, জুয়েল, লিমন, আসিফ, হযরত, পারভেজ, সাব্বির, নাঈম, শাকিল, রাকিব, জাহিদ ও বিজয় ।
Leave a Reply