বিশেষ প্রতিনিধি ঃ
গাজীপুরের কোনাবাড়ীতে এক সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় জিএমপি কোনাবাড়ি থানায় ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২০) দৈনিক ভোরের ডাক পত্রিকার গাজীপুর জেলা সংবাদদাতা এম এ মমিন রানা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। থানার অভিযোগ সূত্রে জানাযায়, শনিবার দুপুর পৌণে একটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি বাস্ট্যান্ডে করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউন পর্যবেক্ষণে আসেন।
এসময় কিছু স্বেচ্ছাসেবী কর্মী হাতে হ্যান্ড মাইক নিয়ে অটো রিকশা চালকদের সর্তক করিলে কয়েকজন উশৃংখল রিকশা চালক ওই স্বেচ্ছাসেবীর সঙ্গে মারমুখি আচরণ করে। তখন ওই সাংবাদিক স্বেচ্ছাসেবী কর্মীকে রক্ষার্থে এগিয়ে আসে।
ওই সময় গাজীপুর সিটি করপোরেশনের ৯ ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন মোল্লা দুর থেকে দেখে পূর্ব শত্রুতার জের ধরে তার আরও ১০-১২জন লাঠিয়াল বাহিনী ওই সাংবাদিককে এলোপাথাড়ি লাঠি দিয়ে আঘাত করে। হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম করে। রানা জানান, নাসির কাউন্সিলরের নির্দেশে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি আত্মরক্ষার্থে ডান হাত দিয়া ফিরাইলে হাতের কব্জির উপর হাড় ভাঙ্গা জখম হয়। নাসির কাউন্সিলরের নির্দেশে তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে হত্যার উদ্দেশে গলা চেপে ধরে।
পরে আমার ডাক চিকিৎকার শুনিয়া আশে পাশের লোকজন ছুটে এসে রক্ষা করে। তাদের বিরুদ্ধে মামলা করায় আমাকে হত্যার হুমকি দেয় নাসির কাউন্সিলরের লাঠিয়াল বাহিনী।
এ ব্যাপারে নাসির উদ্দিন কাউন্সিলরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply