ষ্টাফ রিপোটার ঃ
দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দকৃত দুই কোটি টাকা এবং গাজিপুর মহানগরবাসীর ট্যাক্সের টাকায় ক্রয় কৃত (১০ কেজি চাউল /১০ কেজি আলু/২ কেজি তেল/২ কজি পেয়াজ /২ কেজি ডাল) মাননীয় মেয়র, প্রতিটি ওয়ার্ডের ন্যায় ৩৫ নং ওয়ার্ডে ও ১০০০ লোকের ত্রান খাদ্য সামগ্রী গতকাল বিকালে ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় পৌছায়।
৩৫ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর, আলহাজ্জ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল এবং মহিলা কাউন্সিলর এর মাধ্যমে আমার মহল্লায় প্রায় ১৫জন কে গরীব দুখির মাঝে বরাদ্দ কৃত খাদ্য সামগ্রী মানুষের মাঝে আলহামদুলিল্লাহ্ সুষ্ঠুভাবে দেয়া সম্পন্ন করি।
Leave a Reply