ডিমলা প্রতিনিধি:
ডিমলা উপজেলায় সরকারি আদেশ অমান্য করে সুকৌশলে দোকান খোলা রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট। মঙ্গলবার দুপুরে সরকারি নিষেধ অমান্য করে কৌশলে দোকান খোলা রাখার অপরাধে ডিমলা সদরে ১টি মটরসাইকেল পার্টস, ১টি কম্পিউটার দোকান, ও ১টি জুতার দোকানে, ৫০০ টাকা করে মোট ৩টি দোকানে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোড়াডাঙ্গা হাটে ১টি চায়ের দোকান,ও ১টি মটরসাইকেল গ্যারেজে ২০০টাকা করে মোট ৪০০টাকা জরিমানা করা করেছে ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়। করোনা ভাইরাস প্রতিরোধে, প্রতিদিনের মত ডিমলার কাঁচাবাজার ভিতর বাজার উপজেলার পশ্চিমছাতনাই, সহ অনন্য হাটবাজার মনিটরিং করা হয়।এ সকল অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ডিমলা থানা পুলিশ।
Leave a Reply