সাহেদ আহমেদ সৌরভ নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কৃষ্ণনগর বাজারে করোনা ভাইরাস মোকাবেলা করতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে ঘরে থেকে বের না হতে,দোকানপাট বন্ধ রাখতে, জনগন ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা তৈরি করতে, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সার্বিক তত্বাবধানে কৃষ্ণনগর বাজারের ভিবিন্ন দোকান পাট পরির্দশন করেন,পরির্দশন কালে কৃষ্ণনগর বাজারে মোবাইল কোাট আইন -২০০৯ মোতাবেক অভিযান পরিচালিত হয়।
এ সময় কৃষ্ণনগর বাজারে ভিবিন্ন দোকান পাট ও ঔষধের ফার্মেসি অভিযান পরিচালনা করা হয়,অভিযান পরিচালনা কালে জন প্রিয় ফার্মেসিকে তার নিজের পেইডে প্রেসক্রিপশন লেখার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মাসুম ও সহকারি কমিশনার ভূমি ইকবাল হাসানের যৌথনেত্বেতে ৪৫ ধারায় ৫০০০টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুম বলেন করোনাভাইরাস মোকাবেলা করতে হলে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন মাইকিং করে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, এই সময় উপস্থিত ছিলেন পি আইও মিজানুর রহমান, নবীনগর থানার এস আই মোজ্জামেল, এম এ নুরে আলম সরকা,নবীনগর উপজেলা দৈনিক একুশের বাণী প্রতিনিধি সাহেদ আহমেদ (সৌরভ) উপস্থিত ছিলেনে।
Leave a Reply