আরিফ চৌধুরীঃ
গাজীপুরের টঙ্গীতে ওয়াশিং কারখানায় লিফট ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টায় বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম নিহতে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
কারখানা সূত্রে জানা যায়,বিসিক এলাকার তাজ ওয়াশিং নামক কারখানায় লোডার হিসেবে কর্মরত ছিলেন জোলহাস। ঘটনার দিন দুপুরে কারখানার তৃতীয় তলা থেকে মালামাল নিয়ে লিফটে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করেই লিফট ছিঁড়ে যায়। এতে করে জোলহাস গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কারখানার হিসাব রক্ষক কর্মকর্তা কাউসার আহম্মেদ বলেন, মালামাল নিয়ে লিফট দিয়ে নামতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply