নাজমুল হাসান নাজির ঃ
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের উপর হামলার প্রতিবাদ সভা ও আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
অতিথির বক্তব্যে তিনি বলেন, গত সোমবার (২ মার্চ) রাতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে পিটিয়ে আহত করে। এমন ঘটনা দলের জন্য খুবই নিন্দনীয়। তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, ধুনট পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা এ জি এম বাদশাহ, বগুড়া জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন সহ আরো প্রমূখ।
Leave a Reply