টঙ্গী থেকে মো: নজরুল ইসলাম :
টঙ্গীর তুরাগ নদী থেকে গতকাল বুধবার সকালে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল ১০টায় তুরাগ নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও লাল রঙের টি-শার্ট রয়েছে। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি ইউডি মামলা হয়েছে।
তারিখ: ০৪-০৩-২০২০
Leave a Reply